Tuesday, December 20, 2011

Fwd: [bangla-vision] BANGLADESH ON "TIME MAGAZINE" !!!!!!!!



---------- Forwarded message ----------
From: Muhammad Ali <manik195709@yahoo.com>
Date: 2011/12/20
Subject: [bangla-vision] BANGLADESH ON "TIME MAGAZINE" !!!!!!!!
To:


 

Dear All,
 
"Accomplishment beyond expectations , digitalization is a reality "---- more good comments about Bangladesh , published in the prestigious "TIME MAGAZINE".
 
Regards,
Muhammad Ali Manik,M.D.
Adviser, US Awami League.
টাইমসে বাংলাদেশ নিয়ে ক্রোড়পত্র প্রকাশ
Tue, Dec 20th, 2011 12:11 am BdST
Dial 2000 from your GP mobile for latest news  
ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে বাংলাদেশ বিষয়ক একটি ক্রোড়পত্র প্রকাশ করেছে সরকার।

'অ্যাকামপ্লিশমেন্ট বিয়ন্ড এক্সপেকটেশন' শিরোনামে ১২ পৃষ্ঠার এই ক্রোড়পত্রটি সোমবার প্রকাশ হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ট্যাবলয়েড আকৃতির এ ক্রোড়পত্র টাইমসের প্রায় ১৮ লাখ কপির সঙ্গে দেওয়া হয়েছে।

তবে ক্রোড়পত্রটি এখনো ঢাকায় এসে পৌঁছায়নি বলে জানিয়েছে ওই সূত্র।

এ ক্রোড়পত্রটি প্রকাশে ব্যয় হয়েছে দেড় লাখ ডলার। এতে বাংলাদেশের বিভিন্ন বিষয়ের ওপর ২৭টি নিবন্ধ ও সাক্ষাৎকার রয়েছে। দেশীয় কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রয়েছে এতে।

গত শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, "বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলায় বর্তমান সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এটি প্রকাশ হচ্ছে।"

ক্রোড়পত্রে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পর্যটনমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সাক্ষাৎকার রয়েছে।

এতে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের প্রয়াস ও স্বপ্ন বিষদভাবে তুলে ধরে একটি নিবন্ধ রয়েছে। বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা তুলে ধরে নিবন্ধ রয়েছে এতে। তুলে ধরা হয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পকেও, বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে আয়োজনের খবরও।

ক্রোড়পত্রে বেসরকারি খাতকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাককে নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি, সুশাসন ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।

ব্রিটিশ মিডিয়া এজেন্সি আপার রিচ ক্রোড়পত্রের পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছে। এতে সহায়তা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অণুবিভাগ।

বিভিন্ন দেশের অর্থনীতি ও ব্যবসা পরিস্থিতি বিশে¬ষণ, গবেষণা এবং সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করে থাকে আপার রিচ।

প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিবেদনগুলো তার মিডিয়া পার্টনার দ্য টাইমস প্রকাশ করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/

__._,_.___


--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors