Thursday, June 27, 2013

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে
এই সময়: বারুইপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিবরাম নস্করের হত্যার ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল৷ বুধবার বারুইপুরে ভোট প্রচারে গিয়ে খুন হন শিবরাম নস্কর৷ সিপিএম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী ছাড়া আরও চার জনের বিরুদ্ধে খুন-সহ তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তাঁরা হলেন, কানু সাঁপুই, বিমান নস্কর, রাজু নস্কর এবং যুক্ত মণ্ডল৷ ঘটনায় বৃহস্পতিবার দীনবন্ধু সাঁপুই নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যদিও এফআইআর-এ তাঁর নাম নেই বলে পুলিশ সূত্রে খবর৷ 

তৃণমূলের অভিযোগ, প্রচারের সময় এক সিপিএম কর্মীর বাড়িতে গিয়েছিলেন শিবরাম৷ তখনই দু'পক্ষের মধ্যে বচসার সূত্রপাত৷ সেই সময় কানু সাঁপুই ধারালো অস্ত্র দিয়ে শিবরামবাবুকে কোপান বলে অভিযোগ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হয়৷ সন্ধেয় তিনি মারা যান৷ যদিও সিপিএম-এর পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হয়েছেন শিবরামবাবু৷ 
http://eisamay.indiatimes.com/state/Murder-case-against-Sujan-Chakraborty/articleshow/20794482.cms

বুধবারই হাসপাতালে গিয়ে তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এই ঘটনার নেপথ্যে সুজনবাবুর যোগসূত্রের ইঙ্গিত দিয়েছিলেন৷ তা খারিজ করে সুজন চক্রবর্তী বলেন, 'শোভন এ ধরনের কথা বললেন কী করে!' আর এদিন তিনি বলেছেন, 'সরকার চক্রান্ত করে এ সব করছে৷ পুলিশ গ্রেপ্তার করলে, করবে৷ সারদা মামলাতেও আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে৷ সেখানে ব্যর্থ হয়ে এবার নতুন চক্রান্ত করছে৷' 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors