Wednesday, June 26, 2013

Confront Violence: An Appeal


From: গুরুচন্ডা৯ <guruchandali@gmail.com>
Date: 2013/6/25
Subject: Confront Violence: An Appeal
To:


Dear friend,



The recent incidents of horrible rape and murders have created unrest
in our mind. Therefore, we are thinking of just going beyond updating
our Facebook status regularly. We are planning to create a common
platform to fight against violence on women; and, as a first step, we
have created a petition, and collecting signatures for it. We'll soon
deliver this petition to the Chief Minister and the Governor of West
Bengal. We have collected signatures in Kolkata and Bengaluru, we are
also collecting signatures online. We need your signatures too. Please
follow the link given below, go through the petition text and put your
signature and invite other friends to sign.  . We still need much more
signatures.



http://www.causes.com/causes/1011344-confront-violence-against-women



If you don't want to sign via Facebook, please use this one:



http://www.change.org/petitions/chief-minister-west-bengal-confront-violence-against-women-2



Once you sign, we would ask for one more favour from you. Please
spread this petition among your friends, by facebook or email .



We've formed a google group named 'confrontviolence'
(https://groups.google.com/d/forum/confrontviolence)  to discuss
activities about and beyond the petition, such as filing RTI and
creating a rape watch site. If you are willing to contribute and
you've other suggestions, please join us in the group by clicking on
'join group' or  sending a mail  at
confrontviolence+subscribe@googlegroups.com



================================================================================================================================================



প্রিয় বন্ধু,



পশ্চিমবঙ্গে পরপর ঘটে চলা সাম্প্রতিক ঘটনাবলী আমাদের বিচলিত করেছে
ভীষণভাবে। শুধুমাত্র ফেসবুকে স্টেটাস আপডেট দিয়ে নিজের কাছে নিজেই
জবাবদিহি করার বাইরে গিয়ে আমরা তাই একজোট হয়ে তৈরি করছি নারী নির্যাতনের
বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার এক সাধারণ মঞ্চ বা ফোরাম। তার প্রথম ধাপ
হিসেবে আমরা একটি দাবি সনদ বা পিটিশন তৈরি করেছি, এবং এর জন্য আমরা সই
সংগ্রহের কাজে নেমেছি। খুব তাড়াতাড়িই এই পিটিশন আমরা পৌঁছে দেব
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে। কলকাতা এবং বেঙ্গালুরুতে
মিছিল এবং সমাবেশ চালিয়ে আমরা ইতিমধ্যেই সই সংগ্রহের কাজে অনেকটা
এগিয়েছি, কিন্তু জনমত গড়ে তোলার জন্য আমাদের এখনও দরকার আরও অনেক সই।
আপনার সইও আমাদের কাছে মূল্যবান। নিচের লিঙ্কটিতে ক্লিক করে আপনারা
পিটিশনের বক্তব্য পড়তে পারেন এবং একমত হলে অবশ্যই সই করতে পারেন।



http://www.causes.com/causes/1011344-confront-violence-against-women



যদি আপনি ফেসবুকের মাধ্যমে সই করতে না চান, তা হলে এইখানেও আপনার সই রেখে
যেতে পারেনঃ



http://www.change.org/petitions/chief-minister-west-bengal-confront-violence-against-women-2



আপনার সই করা হলে আমাদের তরফ থেকে আরও একটি অনুরোধ থাকবে আপনার কাছে।
প্লিজ এই পিটিশনটি ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতজনের মধ্যে,
ফেসবুক এবং ইমেলের মাধ্যমে। তাদেরও বলুন এতে সই করতে।



এই নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাবার জন্য এবং পিটিশন পরবর্তী কাজের
তালিকা তৈরি করার জন্য আমরা একটি গুগলগ্রুপও বানিয়েছি,
'confrontviolence'
(https://groups.google.com/d/forum/confrontviolence) নামে। নিয়মিত RTI
ফাইল করা এবং ধর্ষণ পরিসংখ্যান ওয়েবসাইট তৈরি করার কথাও ভাবছি আমরা। আপনি
যদি আপনার মতামত জানিয়ে আমাদের এই আন্দোলনে সামিল হতে চান, গ্রুপে গিয়ে
Join Group ক্লিক করুন অথবা এই ঠিকানায় একটি মেল করুনঃ
confrontviolence+subscribe@googlegroups.com, এবং আমাদের আলোচনায় সরাসরি
অংশ নিন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors