বাংলাদেশে হিউম্যান রাইটস ওয়াচ এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট
ঢাকা, ৯ জুলাই (বিডিএনএন২৪) : আজ ৯ জুলাই, সকাল সাড়ে দশটায়, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে র্যাব বিলুপ্ত করার প্রস্তাবকারী হিউম্যান রাইটস ওয়াচ র্যাবের বিরুদ্ধে অসত্য ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে ঐজড রিপোর্টের কপিতে অগ্নিসংযোগ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মহিবউল্লাহ মোজাদ্দেদী, বাংলাদেশ প্রগ্রেসিভ পার্টির মহাসচিব মোঃ নোমান, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর আওয়ামী লীগ, এম.এ করিম, সাংগঠনিক সম্পাদক, কৃষক লীগ, অরুন সরকার রানা, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, হুমায়ন কবির, সভাপতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রোকনউদ্দিন পাঠান, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, সাংবাদিক জয়ন্ত আচার্য্য প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে হাফেজ মওলানা জিয়াউল হাসান র্যাব বিলুপ্ত করার প্রস্তাবকারী হিউম্যান রাইটস এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান এবং মানবাধিকার সংগঠনের আড়ালে বিদেশের এদেশীয় দালালদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দাবী করেন। তিনি র্যাব বিলুপ্তকারীদের জাতির শত্র" হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন জঙ্গী, সন্ত্রাসী, চরমপন্থী, অস্ত্রবাজ, চাঁদাবাজ, চোরাকারবারী, ছিনতাইকারী দমনে র্যাব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ইতোমধ্যে র্যাব সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনের কপিতে অগ্নিসংযোগ করা হয় এবং র্যাবের সাফল্য কামনা করে মহান আল্লাহ-তায়ালার নিকট বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মুফতি জোবাইদ আলী।
No comments:
Post a Comment