Monday, February 11, 2013

আশিস নন্দীকে কাঁধের থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে...

আশিস নন্দীকে কাঁধের থেকে ঝেড়ে ফেলার চেষ্টা...
Nagraj Chandal 8:46pm Feb 10
আশিস নন্দীকে কাঁধের থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে মনুবাদীরাঃ
বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার মূল ষড়যন্ত্র বিজেপি বা আরএসএস এর হলেও শিখন্ডী ওবিসি কল্যাণ সিংহ। 
গুজরাত সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমান নিধনের পেছনেও তারা, কিন্তু শিখণ্ডী ওবিসি নরেন্দ্র মোদি।
জয়পুর করপোরেট সাহিত্য উত্সবে "সংরক্ষন বিরোধী মঞ্চে" আয়োজক মনুবাদীরা হলেও শিখন্ডী ওবিসি আশিস নন্দী। 
ওবিসি এখন মনুবাদীদের হাতের মুগুর। 
মূলনিবাসীদের দুরমুশ করার মৃত্যুবান।
অথবা মুলনিবাসীদের বিভাজিত করার বাইপাস সার্জারি। 
কাঁটা দিয়ে কাঁটা তোল। 
জাতপাতের হিংস্রতাকে লালিত করে একের বিরুদ্ধে অন্যকে লেলিয়ে দাও। 
কখনো ক্ষত্রিয়দের দিয়ে শূদ্রদের মারো। 
কখনো যাদবদের দিয়ে ক্ষত্রিয়দের নির্বংশ করো। 
কখনো বা বানিয়াদের উত্থান ঘটিয়ে ক্ষত্রিয়ের অহংকার চূর্ণ করে দাও।
মূলনিবাসীদের উঠে আসছে দেখলে তাদের বিভাজন করো। 
তাদের একাংশকে ধর্মীয় আফিং খাইয়ে অন্যের বিরুদ্ধে খেপিয়ে তোল।
কাজ হাসিল হলে এই নির্বোধ গুলোকে কাঁধের থেকে ছুঁড়ে ফেলে নিজের পুচ্ছটিকে উচ্চে তুলে নাচাতে থাকো।
অহো,সেই ট্র্যাডিশন সমানে চলেছে। 
বিধাতার মুন্ডু আর বিধাতার পা।
ধর ছাগলে পাতা খা। 
পাতা খেয়ে সগগে যা।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors