Wednesday, February 13, 2013

ধর্ষিতা মা-রক্তে ভেজা মাটি-লজ্জিত মানুষ

ধর্ষিতা মা-রক্তে ভেজা মাটি-লজ্জিত মানুষ 
পিস্তল হাতে জাপ্টে ধরা খুনিকেও টিএমসি নেতাদের চাপে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ সহকর্মী! এ ঘটনায় প্রমান হয়ে গেল সমাজবিরোধীদের হাতে শাসন ক্ষমতা চলে গেলে আইনের রক্ষকেরাও কতটা নিরুপায় হয়ে যায়।
তথাকথিত সুশীল সমাজের কুশীলবদের রক্ত কি হাড়হিম হয়ে গেল নাকি! উচ্ছিষ্ট ভোগী বুদ্ধিজীবীরা কোন থালায় কি চাটছেন এখন? 
কালীঘাটের ক্যানভাসে ছবি আঁকার জন্য কতটা চুন আর কালি আছে যা বিক্রি করে শ্মশানের ল্যাম্পোস্টে রবীন্দ্রসংগীত বাজানো হবে? 
দিদি প্রকাশ্যে পুলিশ কর্মীদের চাবকানোর হুমকি দিচ্ছেন। ভাইয়েরা পুলিশ খুন করে আনুগত্য দেখাচ্ছে। 
আর কত মায়ের কোল খালি হবে? কতটা রক্তে পিছল হবে মাটি? বাংলার মানুষ আর কতটা লজ্জিত হবে?
একমাত্র তিনিই জানেন এর উত্তর। আমরা উত্তরটা তার কাছ থেকে পেতে চাই।

ধর্ষিতা মা-রক্তে ভেজা মাটি-লজ্জিত মানুষ      পিস্তল হাতে জাপ্টে ধরা খুনিকেও টিএমসি নেতাদের চাপে ছেড়ে দিতে বাধ্য হল  পুলিশ সহকর্মী! এ ঘটনায় প্রমান হয়ে গেল সমাজবিরোধীদের হাতে শাসন ক্ষমতা চলে গেলে আইনের রক্ষকেরাও কতটা নিরুপায় হয়ে যায়।  তথাকথিত সুশীল সমাজের কুশীলবদের রক্ত কি হাড়হিম হয়ে গেল নাকি! উচ্ছিষ্ট ভোগী বুদ্ধিজীবীরা কোন থালায় কি চাটছেন এখন?       কালীঘাটের ক্যানভাসে ছবি আঁকার জন্য কতটা চুন আর কালি  আছে যা বিক্রি করে শ্মশানের ল্যাম্পোস্টে রবীন্দ্রসংগীত বাজানো হবে?     দিদি প্রকাশ্যে পুলিশ কর্মীদের চাবকানোর হুমকি দিচ্ছেন। ভাইয়েরা পুলিশ খুন করে আনুগত্য দেখাচ্ছে।   আর কত মায়ের কোল খালি হবে? কতটা রক্তে পিছল হবে মাটি? বাংলার মানুষ আর কতটা লজ্জিত হবে?  একমাত্র তিনিই জানেন এর উত্তর। আমরা উত্তরটা তার কাছ থেকে পেতে চাই।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors