Monday, August 26, 2013

আমিরের ডাকে সাড়া দিতে রাজি কামদুনি

আমিরের ডাকে সাড়া দিতে রাজি কামদুনি

আমিরের ডাকে  সাড়া  দিতে রাজি কামদুনি
বারাসত: ধর্ষণের যন্ত্রণা মর্মে মর্মে বুঝেছে কামদুনি৷ মুম্বইয়ে চিত্রসাংবাদিককে ধর্ষণের ঘটনায় তাই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে অপরাজিতার গ্রাম৷ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় এসে প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন কামদুনির মানুষ৷ সুটিয়ার প্রতিবাদী মঞ্চ তাতে পা মেলাবে বলে জানিয়ে দিয়েছে৷ আসতে পারেন খরজুনা, রানিতলার মানুষও৷ কামদুনির যন্ত্রণা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমির খানের আহ্বানে সাড়া দেওয়ার সিদ্ধান্তও হয়েছে রবিবার৷ 



নবগঠিত কামদুনি প্রতিবাদী মঞ্চের বৈঠক হয়েছে রবিবার৷ গ্রামের খোলা মাঠে ওই সভায় অপরাজিতার ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের পরবর্তী করণীয়ের পাশাপাশি আলোচিত হয়েছে মুম্বইয়ে চিত্রসাংবাদিককে ধর্ষণের প্রসঙ্গ৷ কামদুনি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় বলেন, 'কলকাতায় আমরা মিছিল করব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে৷ সুটিয়া-সহ বেশ কিছু প্রতিবাদ মঞ্চের সঙ্গে যোগাযোগ করেছি তাতে সামিল হওয়ার আবেদন জানিয়ে৷ রাজনীতি নিরপেক্ষ গণসংগঠন ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হবে ওই মিছিলে৷' 



কামদুনির প্রতিবাদের অন্যতম প্রধান মুখ মৌসুমী কয়াল বলেন, 'যে কোনও ধর্ষণের প্রতিবাদেই কামদুনি গর্জে উঠবে৷' আমির খানের আমন্ত্রণ সম্পর্কে এ দিনের সভায় আলোচনা হয়েছে৷ 'সত্যমেব জয়তে' চলচ্চিত্রে অংশ নেওয়ার সিদ্ধান্তও হয়েছে৷ প্রতিবাদী মঞ্চের সহ-সভাপতি ভাস্কর মণ্ডল বলেন, 'আমাদের আন্দোলনের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতেই ওই সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি আমরা৷' কারা যাবেন, তা অবশ্য ঠিক হয়নি৷ শুধু সিদ্ধান্ত হয়েছে, আমির খান যাঁদের ডাকবেন, তাঁরাই যাবেন সেখানে৷ সুটিয়া প্রতিবাদী মঞ্চের সভাপতি ননীগোপাল পোদ্দার কলকাতার মিছিলে অংশ নিতে তাঁদের সম্মতির কথা জানিয়ে বলেন, 'আমরাই প্রতিবাদী মঞ্চের পতাকা কামদুনি, খরজুনা, রানিতলার হাতে তুলেদিয়েছি৷ সব মঞ্চই কলকাতার মিছিলে হাজির থাকবে বলে আশা করছি৷'

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors