Friday, August 23, 2013

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর
ওয়াশিংটন: ভারত সফরের ভয়াবহ অভিজ্ঞতার কথা উঠে এল এক মার্কিন ছাত্রীর লেখায়৷ গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণের কয়েক দিন আগেই ভারত ছেড়েছিলেন ওই তরুণী৷ সম্প্রতি সিএনএন-এর ওয়েবসাইটে তিনি লিখেছেন, সফরের ৪৮ ঘণ্টার মধ্যে দু'বার তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল৷ শ্লীলতাহানির শিকার হন বেশ কয়েকবার৷ তিন মাস ভারতে কাটানোর পর দেশে ফিরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার-এ ভুগছেন তিনি৷ অসুস্থতার জন্য আপাতত শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন ওই তরুণী৷

ঠিক কী লিখেছেন সাউথ এশিয়ান স্টাডিজের ওই ছাত্রী? তাঁর বক্তব্য, ভারত পর্যটকদের কাছে স্বর্গ হতে পারে, মহিলাদের কাছে নরক ছাড়া আর কিছুই নয়৷ 'ইন্ডিয়া: দ্য স্টোরি ইউ নেভার ওয়ান্টেড টু হিয়ার' শীর্ষক ওই প্রতিবেদনে ছত্রে ছত্রে উঠে এসেছে নারকীয় সেই বর্ণনা৷ পুণেয় গণেশ চতুর্থীতে হওয়া অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, 'গণেশ চতুর্থীর সেই রাতের কথা আপনাদের বলব, নাকি এড়িয়েই যাব বিষয়টা? কয়েকজন মার্কিন মহিলা নাচ শুরু করার পরই পুরো উত্‍সবটাই থেমে গেল৷ দেখলাম বেশ কয়েকজন ছেলে ঘিরে ফেলে যেন আমাদের প্রতিটা পদক্ষেপ হাঁ করে গিলছে৷' শাড়ি কিংবা চটি কিনতে যাওয়ার অভিজ্ঞতাও অত্যন্ত খারাপ৷ ওই তরুণীর কথায়, 'শাড়ির বাজারে দরদাম করার সময় দেখলাম কয়েকটি ছেলে ঠায় আমাদের দিকে তাকিয়ে রয়েছে৷ হঠাত্‍ই ওরা ধাক্কাধাক্কি শুরু করল৷ বুকে উঠে এল কয়েকটি হাত, পড়ল নখের আঁচড়ও৷ ভারত থেকে আমার কেনা চটিজোড়ার সবাই প্রশংসা করেন৷ তাঁদের বলি, যে দোকানদারের কাছে চটিটা কিনেছিলাম, সে অন্তত ৪৫ মিনিট ধরে আমায় অনুসরণ করেছিল৷ শেষমেশ চিত্‍কার করায় সে ভিড়ে মিশে গেল৷ ভেবেছিলাম আমার দুঃস্বপ্নটা বিমানে ওঠার পর কেটে যাবে৷ সেটা তো হলই না, উল্টে বাড়ল৷'

এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরই হইচই পড়েছে আমেরিকায়৷ বুধবার পর্যন্ত প্রতিবেদনটি পড়েছেন আট লক্ষ জন৷ শিকাগো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওই তরুণী তাঁদের প্রতিষ্ঠানের ছাত্রী৷ তবে মানসিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের ওই মুখপাত্র৷ -সংবাদসংস্থা 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors