Monday, March 30, 2015

বাংলাদেশঃনারী নির্যাতন বেড়েছে

নারী নির্যাতন বেড়েছে

২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন চার হাজার ৬৫৪ নারী। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৩৯টি। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯৯ জনকে।

বর্তমানে নারী আন্দোলন ও নির্যাতনের প্রতিরোধ কর্মসূচি শহরকেন্দ্রিক সভা-সেমিনারে রূপ নিয়েছে ।সংশ্লিষ্টদের অভিমত, নারী নির্যাতন দমনের যে আইন আছে, তা যথেষ্ট কঠোর। শুধু এসব আইনের কার্যকর প্রয়োগ এবং ঘটনায় বিচার নিশ্চিত করা গেলেই নারী নির্যাতন অনেক কমে আসবে। নারী নির্যাতন মামলার বিচারে দীর্ঘসূত্রিতার কারণেই অন্যরাও নির্যাতনে উৎসাহিত হচ্ছে বলেও মনে করেন অভিযোগকারী ও গ্রহীতা উভয়পক্ষই।

পারিবারিক নির্যাতন প্রতিরোধে ২০১০ সালে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন করা হয়েছে। ২০১১ সালে ইভটিজিংকে যৌনহয়রানি হিসেবে চিহ্নিত করে আইনের অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে হাইকোর্টের। মানবপাচার প্রতিরোধ, এসিড নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০৩ সংশোধিত) থাকলেও দৃষ্টান্তমূলক শাস্তি নজরে আসে না।


http://www.banglatribune.com/%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%AA%E0%A7%8D

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors