Thursday, October 31, 2013

হরতালের তৃতীয় দিনেও হিংসা জারি বাংলাদেশে

হরতালের তৃতীয় দিনেও হিংসা জারি বাংলাদেশে

BANGLADESH-articleLarge
ঢাকা: বিরোধীদের ডাকা টানা ৬০ ঘণ্টা বন্ধের তৃতীয় এবং শেষ দিনেও সন্ত্রাস অব্যাহত বাংলাদেশে৷ রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবরোধ ও ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে৷ মঙ্গলবারের রাজনৈতিক সন্ত্রাসের বলি একজন৷ ফলে গত চার দিনে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৷


মঙ্গলবার সকালে প্রথম সবচেয়ে বড় যে খবর পাওয়া যায়, তা দক্ষিণ-পশ্চিমের মাগুরা জেলা থেকে আসে৷ পুলিশ জানিয়েছে, বিরোধীদের প্রতিবাদ মিছিল ভন্ডুল করতে আচমকাই সেখানে হাজির হন আওয়ামি লিগ সমর্থকরা৷ প্রথমে কথা কাটাকাটি, সেখান থেকে বচসা ও শেষে হাতাহাতি৷ মধ্যস্থতার চেষ্টা করেও পুলিশ বিশেষ সুবিধে করতে পারেনি৷ তাই পরিস্থিতি আয়ত্তে আনতে ব্ল্যাঙ্ক ফায়ার করে পুলিশ৷ সে সময় একটি বুলেট গিয়ে লাগে মাগুরার বিরোধী সংগঠনের এক নেতার দেহে৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়৷
রাজধানী-সহ বাংলাদেশের বিভিন্ন জেলা সদর থেকেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে৷ ঢাকায় পুলিশকে লক্ষ করে দেশি বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ সেই বিস্ফোরণে কর্তব্যরত মহানগর পুলিশের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা পুলিশের আধিকারিক শেখ মারুফ হাসান৷ - এপি 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors