Monday, July 9, 2012

লিবিয়ায় নির্বাচন গণতন্ত্রে উত্তরণের মাইলফলক : ওবামা

http://khabor.com/2012/07/08/25230006.htm

লিবিয়ায় নির্বাচন গণতন্ত্রে উত্তরণের মাইলফলক : ওবামা

ওয়াশিংটন, ৮ জুলাই (বিডিএনএন২৪) : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার রাতে বলেছেন, মোয়াম্মার গাদ্দাফির পতনের পর শনিবার অনুষ্ঠিত কয়েক দশকের মধ্যে লিবিয়ার প্রথম অবাধ জাতীয় নির্বাচন দেশটির গণতন্ত্রে উত্তরণের আরো একটি 'মাইলফলক'।ওবামা এক লিখিত বিবৃতিতে বলেন, 'আমেরিকার জনগণের পক্ষ থেকে লিবিয়ার জনগণকে গণতন্ত্রে উত্তরণে আরো একটি মাইলফলকের জন্য অভিনন্দন জানাই।'

ওবামা বলেন, '৪০ বছরেরও বেশি সময় ধরে স্বৈরশাসকের কবলে থাকার পর আজকের ঐতিহাসিক নির্বাচন প্রমাণ করে যে লিবিয়ার ভবিষ্যৎ দেশটির জনগণের হাতেই।' লিবিয়ার নির্বাচন কমিশন প্রাথমিক 'তথ্য উপাত্তের ভিত্তিতে বলেছে, নির্বাচনে ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। লিবিয়ায় বাদশাহ ইদরিসের আমল থেকে নির্বাচন হয়নি। ১৯৬৯ সালে গাদ্দাফি এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ইদরিসকে ক্ষমতাচ্যুত করেন। গাদ্দাফির আমলে রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। শনিবারের নির্বাচনে ১২০টি রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে।

ওবামা লিবীয় বিপ্লবকে সমর্থনে যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছে তাতে গৌরববোধ করেন। তিনি বলেন, আমরা নতুন লিবিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, অবাধ ও স্বচ্ছ প্রতিষ্ঠান গড়ে তোলা, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা, সুযোগ বৃদ্ধি এবং ঐক্য ও জাতীয় মীমাংসায় পৌছার ক্ষেত্রে আমরা লিবিয়ার জনগণের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলব। ওবামা লিবিয়ার সামনে এখনো কঠিন চ্যালেঞ্জ রয়েছে স্বীকার করেন তবে তিনি লিবিয়ার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং লিবিয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors