Sunday, September 15, 2013

আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়

আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়
আইনজীবীর বেফাঁস কথায় ফের বিতর্ক নির্ভয়া মামলায়
এই সময়, নয়াদিল্লি ও মুম্বই: নির্ভয়া গণধর্ষণ মামলার রায় কি আদৌ কোনও বদল আনতে পেরেছে দৃষ্টিভঙ্গিতে? প্রশ্নটা তুলে দিল এই মামলার দুই অভিযুক্তের আইনজীবী এপি সিংয়ের একটি মন্তব্য৷ 

শনিবার তিনি দাবি করেন, ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়ার সঙ্গে যা ঘটেছে তার দায় তাঁর বাবা-মায়ের৷ এ পি সিংয়ের কথায়, 'আমার মেয়ে যদি ওই ভাবে বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হত, কিংবা রাতের বেলা প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াত, আমি নিজে হাতে জ্যান্ত পুড়িয়ে মারতাম তাকে৷ সমস্ত বাবা-মায়ের এটাই করা উচিত৷' এর আগে এই রায়কে 'অসত্যমেব জয়তে' আখ্যা দিয়েও বিতর্কে জড়ান তিনি৷ 

এপি সিংয়ের মন্তব্যে এ দিন ক্ষোভ প্রকাশ করেছেন নির্ভয়ার বাবা৷ তাঁর বক্তব্য, এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ভারতীয় বিচারব্যবস্থাকে অপমান করছেন ওই আইনজীবী৷ তাঁর কথায়, 'নিজের মেয়ে বা আত্মীয়ের সঙ্গে এমনটা হলে এ কথা বলতে পারতেন উনি?' এই বিতর্ককে হালকা ভাবে নিচ্ছে না দিল্লি বার কাউন্সিলও৷ কাউন্সিলের সচিব মুরারি তিওয়ারি জানিয়েছেন, বিভিন্ন সংগঠনের তরফ থেকে ওই আইনজীবীর মন্তব্যের বিরুদ্ধে নালিশ এসেছে৷ সিংয়ের ওই মন্তব্য তাঁর পেশাগত ব্যবহারবিধির পরিপন্থী এবং এ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে বার কাউন্সিল ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন তিনি৷ তবে ফাঁসি নিয়ে এ দিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও রাষ্ট্রপুঞ্জের সমালোচনার মুখে পড়েছে ভারত৷ তাদের বক্তব্য, মৃত্যুদণ্ড দিয়ে শুধু প্রতিশোধস্পৃহা চরিতার্থ করা ছাড়া আর কোনও লাভ হয় না৷ 

এর পাশাপাশিই মুম্বইয়ের পুলিশ কমিশনার সত্যপাল সিং এ দিন জানিয়েছেন, চিত্রসাংবাদিক ধর্ষণের ঘটনার চার্জশিটে অভিযুক্তদের ফাঁসির দাবি করবে পুলিশ৷ তাঁর বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে বিরলের মধ্যে বিরলতম অপরাধের চার্জ আনা সম্পূর্ণ যুক্তিযুক্ত৷ তার কারণ, এদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে৷ চিত্রসাংবাদিক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর পরই এক কল সেন্টার কর্মী ধর্ষণের অভিযোগ আনেন ওই একই দলের বিরুদ্ধে৷ দুই ঘটনাতে এক সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে পুলিশ৷ 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors