Friday, April 19, 2013

বিনিয়োগ টানতে এসইজেডের জমি নিয়ম শিথিল হল

বিনিয়োগ টানতে এসইজেডের জমি নিয়ম শিথিল হল

বিনিয়োগ টানতে এসইজেডের জমি নিয়ম শিথিল হল
নয়াদিল্লি: দেশের অর্থনীতি সংক্রান্ত যে সমস্ত তথ্য সম্প্রতি পাওয়া গেছে সেগুলির প্রভাব শিল্পমহলের উপরও পড়েছে বলে মনে করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট৷ ২০১২-১৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সংস্থাগুলির বিনিয়োগ মানসিকতায় ভাটা পড়েছে৷ নতুন বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছে এই সংস্থাগুলি, তাদের রিপোর্টে জানিয়েছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট৷

দেশের শিল্পসংস্থাগুলির ব্যবসায়িক মানসিকতা বিশ্লেষন করার জন্য বিজনেস অপটিমিজম ইনডেক্স (বিওআই)-এর ব্যবহার করে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট৷ ২০১২-১৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ওই সূচক ২০১১-১২ অর্থবর্ষের তুলনায় ৫.৬ শতাংশ কমে ১৪১.৬ পয়েন্ট হয়েছে৷ প্রথম ত্রৈমাসিকের তুলনায় ওই সূচক ৩.৫ শতাংশ কমেছে৷

'দেশের অর্থনীতির বিষয়ে যে তথ্যগুলি সম্প্রতি পাওয়া গেছে তাতে খুব দ্রুত বৃদ্ধির গতি ঊর্ধমুখী হবে বলে মনে হয়নি শিল্পসংস্থাগুলির কাছে এবং এর প্রভাব তাদের ব্যবসায়িক মানসিকতার উপরেও পড়েছে,' বলে জানিয়েছেন ভারতে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের প্রেসিডেন্ট কৌশল সম্পত৷ তিনি আরও বলেন, 'বর্ধিত আর্থিক ঘাটতি, বিনিয়োগ কমে যাওয়া, বৈদেশিক বাণিজ্য ঘাটতির পরিমাণ বৃদ্ধি পাওয়া, ক্রেতাদের খরচ করা কমিয়ে দেওয়া এবং সংস্কারের ক্ষেত্রে এক স্থিতাবস্থা তৈরি হওয়ার ফলেই বাণিজ্যিক পরিবেশের অবনতি হয়৷ এর সঙ্গে যোগ হয় রাজনৈতিক অনিশ্চয়তা যা দেশের শিল্প সংস্থাগুলির ব্যবসায়িক মানসিকতার আরও অবনমন ঘটায়৷'

সংস্থার নিট বিক্রির পরিমাণ, নিট মুনাফা, বিক্রয় মূল্য, নতুন বরাত, উত্‍পাদিত সঞ্চিত পণ্য এবং কর্মী উত্‍কর্ষতার ভিত্তিতে বিওআই নির্ণয় করা হয়৷ নতুন বরাত পাওয়ার আশা কমে যাওয়াতেই দেশের শিল্প সংস্থাগুলির ভালো বাণিজ্যের এবং বিনিয়োগের উপর আস্থা কমে যায় বলে তাদের রিপোর্টে জানিয়েছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট৷ ২০১১-১২ অর্থবর্ষের তুলনায় এই সূচক চার শতাংশ কমে যায় জানিয়েছে অর্থনৈতিক গবেষণা সংস্থাটি৷ বিক্রয়মূল্য নির্ধারণের ক্ষেত্রেও সংস্থাগুলির আস্থা নয় শতাংশ কমে গেছে বলে রিপোর্টে জানা গেছে৷ আগামী ত্রৈমাসিকগুলিতে দেশে কর্মসংস্থানের সম্ভাবনা ক্ষীন হবে বলেও তাদের রিপোর্টে জানিয়েছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট৷

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Welcom

Website counter

Census 2010

Followers

Blog Archive

Contributors